কেমন লাগবে যদি শোনেন বাংলাদেশে আগামীকাল এক নতুন আইন পাশ হবে। যে আইনে লেখা থাকবে মন্দির এবং পূজা উদযাপন সংক্রান্ত কমিটিতে অন্তত দুইজন মুসলমান সদস্যকে রাখতে হবে।
মন্দিরে পূজা কীভাবে হবে, কেমন হবে সেটা নিয়ে হিন্দুরা নয়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট চূড়ান্ত ফয়সালা দিবে।
মন্দির কীভাবে পরিচালিত হবে, মন্দিরে আসা অনুদান কিভাবে ব্যয় করা হবে তা হিন্দুরা না বরং মুসলিমসহ সকল ধর্মের লোকেরা মিলে গঠিত একটি “সেকুলার” কমিটি ঠিক করবে।
মন্দির কমিটিতে থাকার জন্য আগে হিন্দু শাস্ত্রে বিশেষজ্ঞ হওয়া আবশ্যকীয় ছিল। কিন্তু এখন আর সেই নিয়ম থাকবে না।
আর হ্যাঁ। এই আইনটা কিন্তু করা হবে হিন্দুদের কল্যাণেই।
কেমন লাগবে?
সুশীল সমাজের রিএকশন কেমন হবে?
কেমন করে চিৎকার করবে ছায়ানটি, শাহবাগীরা?
জি। এরকম একটা জঘন্য আইন ইন্ডিয়াতে মুসলমানদের ওয়াকফ নিয়ে পাশ হয়েছে।
এই আইন পাশ হওয়ার পরে হুহু করে কান্নায় ভেঙে পড়েন সাংসদ আব্বাসউদ্দীন ওয়াইসি।
এটাই গুজরাটের কসাই চা বিক্রেতা মোদি চা ওয়ালা মুদি চা ওয়ালা ইন্ডিয়া।
পৃথিবীর সবচাইতে বেশি অসভ্য মানুষের বাস যেখানে।