ইসরায়েলের সবচেয়ে বেশি বিমান গুঁড়িয়ে দিয়েছিলেন যে বাংলাদেশি। TOP GUN বাংলাদেশের টপগান ডগফাইটার।সাইফুল আজম একসময় বিএনপির হয়ে ইলেকশন ও করেছিল। এই কাজ টা বিএনপি আরো ভালোভাবে করতে পারতো। সাইফুল আজম একসময় Bangladesh Nationalist Party-BNP’র হয়ে ইলেকশন করেছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতিতেই ছিল ।
আগামীকালের গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ক্যাম্পেইনে বাংলাদেশিদের লাইমলাইটে আসার একটা সুযোগ রয়েছে। আর সেই সুযোগ তৈরি করার এসেট হলো ইসরাইলি এয়ারফোর্সের ত্রাস; গ্রূপ ক্যাপ্টেন ‛মরহুম সাইফুল আজম’
সাধারণত ইসরাইল বিরোধী বিক্ষোভে ‛Israel Apartheid’ ‛Free Palestine’ লিখা সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন থাকেই। তবে এবারের গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ক্যাম্পাইনে আমরা একটু ভিন্নতা তৈরি করতে পারি সাইফুল আজমের ছবি সহ আরব ইসরাইল যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে তার সাহসিকতার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরার মাধ্যমে।
যেহেতু ফিলিস্তিনের উপর ইসরাইলের এয়ারস্ট্রাইক চলছে, তাই এয়ার ব্যাটেলের ইতিহাসের পাতা থেকে ইসরাইলের লজ্জাজনক পরাজয়ের ইতিহাস, বিমান শ্যুটডাউনের ছবিসমূহ কিংবা এরিয়াল ডগফাইটের সময়কার কিছু সিগনিফিকেন্ট কনভারসেশন সুন্দরভাবে প্ল্যাকার্ডে ফুটিয়ে তোলার মাধ্যমে ইসরাইলের প্রতি এক ধরনের এবস্ট্রাক্ট এক্সপ্রেশন দেওয়া যেতে পারে।
তাছাড়া প্রটেস্টের ছবি ভিডিও টুইটারে ম্যাসিভ স্প্রেড হলে বাংলাদেশের প্রোটেস্টরদের জন্য ইন্টারন্যাশনাল কাভারেজ পাওয়া সহজ হবে; কারন দখলদারদের প্রতি আমাদের প্রতিবাদের মাধ্যম হবে দখলদার বিমানবাহিনীর সবচেয়ে বেশি বিমান ভূপাতিত করা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া টুয়েন্টি টু লিভিং ঈগলদের একজন।
সাইকোলজি বলে, প্রতিবাদের ভাষায় লজ্জা যুক্ত হলে তা অপরাধীর উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ায়।
সাইফুল আজম একসময় বিএনপির হয়ে ইলেকশন ও করেছিল। এই কাজ টা বিএনপি আরো ভালোভাবে করতে পারতো।
- ০৬/০৪/২০২৫